Header Ads Widget

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময়সূচি প্রকাশ

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বিভিন্ন পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

যেসব পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে: মাষ্টার ড্রাইভার (মেরিন), ইঞ্জিন ড্রাইভার (মেরিন), স্পীডবোট ড্রাইভার, ডুবুরি, ড্রাইভার, ফায়ারফাইটার এবং নার্সিং এ্যাটেনডেন্ট।

পরীক্ষার তারিখ, সময় ও পদ অনুযায়ী বিস্তারিত সময়সূচি:

  • ফায়ারফাইটার (পুরুষ):
    • ১৭.০৮.২০২৫ (রবিবার) সকাল ০৮.০০ টা: রংপুর বিভাগের প্রার্থীগণ।
    • ১৮.০৮.২০২৫ (সোমবার) সকাল ০৮.০০ টা: রাজশাহী বিভাগের প্রার্থীগণ।
    • ১৯.০৮.২০২৫ (মঙ্গলবার) সকাল ০৮.০০ টা: খুলনা বিভাগের প্রার্থীগণ।
    • ১৯.০৮.২০২৫ (মঙ্গলবার) বেলা ১১.০০ টা: চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণ।
    • ২০.০৮.২০২৫ (বুধবার) সকাল ০৮.০০ টা: ঢাকা বিভাগের প্রার্থীগণ।
    • ২০.০৮.২০২৫ (বুধবার) বেলা ১১.০০ টা: সিলেট বিভাগের প্রার্থীগণ।
    • ২১.০৮.২০২৫ (বৃহস্পতিবার) সকাল ০৮.০০ টা: ময়মনসিংহ বিভাগের প্রার্থীগণ।
    • ২১.০৮.২০২৫ (বৃহস্পতিবার) বেলা ১১.০০ টা: বরিশাল বিভাগের প্রার্থীগণ।
  • ফায়ারফাইটার (মহিলা) ও নার্সিং এ্যাটেনডেন্ট:
    • ২৪.০৮.২০২৫ (রবিবার) সকাল ০৮.০০ টা: ফায়ারফাইটার (মহিলা) (সকল বিভাগ)।
    • ২৪.০৮.২০২৫ (রবিবার) বেলা ১১.০০ টা: নার্সিং এ্যাটেনডেন্ট (সকল বিভাগ)।
  • ড্রাইভার:
    • ২৫.০৮.২০২৫ (সোমবার) সকাল ০৮.০০ টা: শারীরিক যোগ্যতা যাচাই (সকল বিভাগ)।
    • ২৬.০৮.২০২৫ (মঙ্গলবার) সকাল ০৮.০০ টা: প্যারেড টেষ্ট (সকল বিভাগ)।
    • ২৭.০৮.২০২৫ (বুধবার) সকাল ০৮.০০ টা: রোড টেষ্ট (সকল বিভাগ)।
  • মাষ্টার ড্রাইভার (মেরিন), ইঞ্জিন ড্রাইভার (মেরিন), স্পীডবোট ড্রাইভার ও ডুবুরি:
    • ২৮.০৮.২০২৫ (বৃহস্পতিবার) সকাল ০৮.০০ টা: শারীরিক যোগ্যতা যাচাই (সকল বিভাগ)।
    • ৩১.০৮.২০২৫ (রবিবার) সকাল ০৮.০০ টা: সকল বিভাগ।
    • ০১.০৯.২০২৫ (সোমবার) সকাল ০৮.০০ টা: সকল বিভাগ (ডুবুরি ব্যতীত)।

পরীক্ষার স্থান: মাল্টিপারপাস ফায়ার গ্রাউন্ড, সেক্টর নং-১২, প্লট নং-০০২, রোড নং- ২০৩, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (নীলা মার্কেটের বিপরীতে, পূর্বাচল ৩০০ ফুট রাস্তা সংলগ্ন)। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ।

প্রয়োজনীয় কাগজপত্র: শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোপূর্বে ডাউনলোডকৃত প্রবেশপত্রের (Admit Card) প্রিন্ট কপিসহ মাঠে উপস্থিত থাকতে হবে। ড্রাইভার পদের প্রার্থীদের প্রবেশপত্রের প্রিন্ট কপি এর সাথে ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি ও তার ফটোকপিসহ মাঠে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

Post a Comment

0 Comments